হাটহাজারী পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

চট্টগ্রামের দারুল উলূম মুঈনুল ইসলামের (হাটহাজারী মাদরাসা) সামনে এক যুবক অশোভন অঙ্গভঙ্গি করে ছবি তুলে ফেসবুকে অবমাননাকর পোস্ট দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইশতাধিক মাদরাসা ছাত্র আহত হয়েছে বলে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছে। 

এদের মধ্যে ৩০ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে হাটহাজারী পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

জানা গেছে, শনিবার (৬ সেপ্টেম্বর) ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত জশনে জুলুসের র‌্যালি হাটহাজারী মাদরাসার সামনে দিয়ে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে মাদরাসার দিকে আঙুল তুলে ‘অশোভন’ অঙ্গভঙ্গি করেন আরিয়ান ইব্রাহিম নামের এক যুবক। এটিকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বর্তমানে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এক পর্যায়ে প্রশাসন ১৪৪ ধারা জারি করে।বর্তমানে চট্টগ্রাম-হাটহাজারী-খাগড়াছড়ির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, মসজিদ ও মাদরাসা অবমাননার অভিযোগে অভিযুক্ত আরিয়ান ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে হাটহাজারীতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তিনি তৃতীয় পক্ষকে সুযোগ না দিয়ে সবাইকে শান্ত থাকতে বলেছেন।

তিনি আরো জানান, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *