কটিয়াদীতে ৩০কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

কিশোরগঞ্জের কটিয়াদীতে ডাক্তার পরিচয়ে গাঁজা বিক্রয় অতঃপর ৩০কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিল জনতা।

বুধবার(১৪ আগস্ট) রাত ১টার দিকে উপজেলার চারিয়া গ্রামে প্রাইভেটকারে ডাক্তার পরিচয় লিখে গাঁজা বিক্রয়ের সময়ে হাতেনাতে ৩০ কেজিসহ ২ গাঁজা ব্যবসায়ীকে আটক করে পুলিশকে খবর দিলে বাঢ্রা হাওর তদন্ত কেন্দ্রে নিয়োজিত এসআই মানস ভদ্রের নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল তাদের আটক করে থানায় নিয়ে যায়।

আটককৃতরা হলেন ভৈরব উপজেলার আমলাপাড়া গ্রামের জালাল উদ্দীনের ছেলে হৃদয় মিয়া ও নরসিংদী জেলার রায়পুরা উপজেলার তুলতুলি গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে মজিবুর রহমান। 

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম বলেন,এ ঘটনায় কটিয়াদী মডেল থানায় একটি মাদক মামলা রুজু করে আলামতসহ আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে। 

আবু সালেহ মোঃ হামিদুল্লাহ
কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *