পাকিস্তানের বিভিন্ন জায়গা থেকে ‘ইসরায়েলের তৈরি ২৫টি ভারতীয় ড্রোন’ ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানি সেনাবাহিনী। এদিকে, লাহোরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করা এবং “বেশ কয়েকটি স্থানে” বিমান প্রতিরক্ষা রাডার এবং ব্যবস্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ভারত।
- ভারতে ২০টিরও বেশি বিমানবন্দর বন্ধ আছে। পাকিস্তানে চারটি বিমানবন্দরে বিমান চলাচল সাময়িক স্থগিত করা হয়েছে।
- ‘ইসরায়েলের তৈরি ২৫টি ভারতীয় ড্রোন’ ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানি সেনাবাহিনী। আর ভারত বলছে, লাহোরের একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করেছে তারা।
- ভারত ও পাকিস্তানকে সংঘাত থামিয়ে দীর্ঘমেয়াদি শান্তির লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
- পাকিস্তানে হামলা সংক্রান্ত অভিযান ‘অপারেশন সিন্দুর’ এখনো চলছে বলে বিরোধী দলগুলোকে নিয়ে আয়োজিত সর্বদলীয় বৈঠকে জানিয়েছে ভারত সরকার।
- সীমান্ত এলাকা থেকে সরে যাচ্ছে ভারত-শাসিত কাশ্মীরের অনেক বাসিন্দা।

বিমান হামলায় নিলম-ঝিলম বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পাকিস্তান যে দাবি করেছে তা “নিরেট মিথ্যা কথা” বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
ভারত কেবল ‘সন্ত্রাসী অবকাঠামো’ তে হামলা করেছে বলে তিনি জানিয়েছেন।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
এই সংবাদ সম্মেলনে আবারও পহেলগাম হামলার জন্য পাকিস্তানভিত্তিক গোষ্ঠীকে দোষারোপ করেছে ভারত।
মি. মিশ্রি ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে এ হামলার জন্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে দায়ী করেছেন।
তিনি বলেন, টিআরএফ পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বা জঙ্গি গোষ্ঠীর একটি ফ্রন্ট। জাতিসংঘ এটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে।
ভারতের বিরুদ্ধে হামলা চালানোর জন্য কোনো গোষ্ঠীকে নিজেদের মাটি ব্যবহার করার অনুমতি দেয়ার কথা অস্বীকার করেছে পাকিস্তান