ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাল ইসরায়েল

ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে হুতিদের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল। আজ সোমবার ভোরে ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য জানায়। হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গত এক মাসের মধ্যে ইয়েমেনে এটাই প্রথম ইসরায়েলি হামলা।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেনের হোদেইদাহ, হোসেইন, রাস ইসা ও সালিফ বন্দরে হামলা চালানো হয়েছে। হামলা চালানো হয়েছে দেশটির রাস কান্তিব বিদ্যুৎকেন্দ্রেও। ইসরায়েলে হুতিদের একের পর এক আক্রমণের জবাবে ইয়েমেনে এসব হামলা চালানো হয়েছে।

২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। ইরান-সমর্থিত হুতিরা গাজাবাসীর পাশে দাঁড়ায়। গাজার প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের ভূখণ্ডে ও লোহিত সাগরে ইসরায়েলের সমর্থক পশ্চিমাদের বাণিজ্যিক জাহাজে একাধিক হামলা চালায়। এ কারণে আন্তর্জাতিক বাণিজ্য চরমভাবে বাধাগ্রস্ত হয়।

ইসরায়েলের দিকে উড়ে আসা হুতিদের বেশির ভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে শনাক্ত ও তাৎক্ষণিকভাবে ভূপাতিত করার কথাও জানানো হয়েছে। এর পর থেকে ইসরায়েলও ধারাবাহিকভাবে পাল্টা আক্রমণ চালিয়ে আসছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ইয়েমেনের রাস ইসা বন্দরে ‘গ্যালাক্সি লিডার’ নামের একটি জাহাজে হামলা চালানো হয়েছে। ২০২৩ সালের শেষ দিকে হুতিরা জাহাজটি দখল করেছিল।

সামরিক বাহিনী জানিয়েছে, হুতিদের ‘সন্ত্রাসী’ শাসন কাঠামোর বাহিনীগুলো জাহাজে একটি রাডার–ব্যবস্থা স্থাপন করেছে। এটি আন্তর্জাতিক সমুদ্রসীমায় নৌযান শনাক্তে ব্যবহার করা হচ্ছে। হুতিদের ‘সন্ত্রাসী’ শাসনব্যবস্থার কার্যক্রম প্রচারের জন্য এটি কাজে লাগানো হচ্ছে।

ইসরায়েলের সর্বশেষ হামলার পর হুতিদের সামরিক মুখপাত্র বলেন, উল্লেখযোগ্য পরিমাণে স্থানীয়ভাবে বানানো ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইসরায়েলি হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে।

স্থানীয় বাসিন্দারা রয়টার্সকে জানান, লোহিত সাগরের তীরবর্তী বন্দরনগরী হোদেইদাহে ইসরায়েলি হামলার কারণে প্রধান বিদ্যুৎকেন্দ্র অচল হয়ে পড়েছে। এ কারণে পুরো শহর অন্ধকারে ডুবে গেছে।

হুতিনিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি জানিয়েছে, হোদেইদাহে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে ইয়েমেনের তিনটি বন্দর থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছিল।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *