আমরা গাজার পুরোপুরি নিয়ন্ত্রণ নেব: নেতানিয়াহু

ইসরায়েল গতকাল সোমবার ঘোষণা দিয়েছে তারা গাজার পুরো নিয়ন্ত্রণ নেবে। গাজাজুড়ে হামলা আরও জোরদার করে এমন ঘোষণা দিয়েছে তারা। এদিকে দুই মাসের বেশি সময় পর অবরোধ কিছুটা শিথিল হওয়ায় গতকাল গাজা উপত্যকায় সীমিত আকারে ত্রাণ ঢুকতে শুরু করেছে।

গত ২ মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দিয়েছিল ইসরায়েল। এতে উপত্যকার ‘২০ লাখ মানুষ অনাহারে দিন কাটাচ্ছে’ বলে সতর্ক করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

মানবিক সংকট নিয়ে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল সীমিত পরিসরে গাজায় ত্রাণ ঢুকতে দেওয়ার ঘোষণা দেয়। গতকাল প্রথম পাঁচটি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করে। এসব ত্রাণের মধ্যে ছিল শিশুদের খাদ্যসহ বিভিন্ন পণ্য।

জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার এক বিবৃতিতে বলেছেন, ৯টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি পেয়েছে…তবে যে পরিমাণ ত্রাণের প্রয়োজন, সে তুলনায় এটা বিশাল সমুদ্রে এক ফোঁটা পানি ছিটানোর মতো মাত্র।

তবে গাজার ভেতরে ঠিক কতগুলো ট্রাক ঢুকেছে, তা জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক নিশ্চিত করতে পারেননি। তিনি বলেন, নির্ধারিত এলাকায় কোনো ত্রাণসামগ্রীই বিতরণ করা হয়নি। কারণ, তখন রাত হয়ে যাওয়ায় নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে তাঁরা সেই পরিস্থিতিতে কাজ করতে পারেননি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘ব্যাপক রকমের অনাহারের ছবিগুলো’ ইসরায়েলের যুদ্ধ তৎপরতার বৈধতা ক্ষুণ্ন করতে পারে।

এদিকে গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিস শহরের আশপাশে বসবাসকারী ফিলিস্তিনিদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েল ‘নজিরবিহীন হামলা’ শুরু করতে করতে যাচ্ছে জানিয়ে এমন সতর্কতা দেওয়া হয়েছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার তথ্য অনুসারে, সোমবার গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৯১ জন নিহত হয়েছে।

নেতানিয়াহু টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেছেন, ‘তীব্র লড়াই চলছে এবং আমাদের অগ্রগতি হচ্ছে।’

নেতানিয়াহু আরও বলেন, ‘আমরা উপত্যকাটির পুরো ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেব।’

ইসরায়েলি সেনাবাহিনী সোমবার বলেছে, তারা ২৪ ঘণ্টায় গাজায় ১৬০টি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

ইসরায়েলের এসব কর্মকাণ্ডকে ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং জাতিগত নিধনের সমতুল্য’ বলে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর (ওএইচসিএইচআর)।

নেতানিয়াহু বলেছেন, ‘ইসরায়েল হাল ছাড়বে না। কিন্তু সফল হতে হলে আমাদের এমনভাবে কাজ করতে হবে, যা থামানো যাবে না।’

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *