আবারও দাবি আদায়ের লক্ষ্যে মাঠে নামছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা আবারও মাঠে নামছেন। ৩ দফা দাবি নিয়ে সোমবার (২১ এপ্রিল) তাঁরা ক্যাম্পাসে অবস্থান নেবেন। দাবি বাস্তবায়নে গতকাল রোববার ক্যাম্পাসে বৈঠক করেন সাধারণ শিক্ষার্থীরা।

বৈঠকে উপস্থিত শিক্ষার্থীরা জানান, আমাদে দাবি হচ্ছে ৩টি।
১.অধ্যাপক মুহসিন উদ্দীনকে স্বপদে বহাল,
২.আওয়ামী ফ্যাসিস্ট শিক্ষক-কর্মকর্তাদের দায়িত্ব থেকে অব্যাহতি ও বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া,
৩. বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে অপসারণ।

বৈঠকে উপস্থিত ববি ইতিহাস বিভাগের ছাত্র মো. মোশারফ হোসেন বলেন, সভায় সাধারণ ছাত্ররা সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এবং সেই অনুযায়ী ওই ৩টি বিষয়ে একমত হয়েছেন।

লোক-প্রশাসন বিভাগের ছাত্র মোকাব্বেল শেখ বলেন, “ছাত্ররা প্রাথমিকভাবে এই ৩টি দাবি বাস্তবায়নে একমত হয়েছেন। সে অনুযায়ী সোমবার বেলা ১১টার পর বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করবেন।”

জানা গেছে, ববির একমাত্র অধ্যাপক মুহসিন উদ্দীনকে সম্প্রতি সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল থেকে আইনবহির্ভূতভাবে অব্যাহতি দেওয়া হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। তাছাড়া শিক্ষার্থীদের ওপর হামলার হুমকি দেওয়া তৎকালীন প্রক্টর কাইউম উদ্দিনকে গত সপ্তাহে গুচ্ছ ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ পদে রাখেন ববি ভিসি ড.শুচিতা শরমিন। ছাত্ররা এরও প্রতিবাদ জানান।

মোঃআশিকুল ইসলাম
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *