হবিগঞ্জ সীমান্ত দিয়ে আরও ২২ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা সীমান্ত দিয়ে আরও ২২ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল বৃহস্পতিবার গভীর রাত থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত এই ঘটনা ঘটে। পরে তাঁদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এর আ‌গে গত সোমবার একইভা‌বে রেমা কা‌লেঙ্গা সীমান্ত দি‌য়ে ১৯ জন‌কে ঠে‌লে পাঠায় বিএসএফ। এ নি‌য়ে হ‌বিগঞ্জ সীমান্ত দি‌য়ে ৪১ জন‌কে পাঠাল ভারত।

বিজিবির হবিগঞ্জ-৫৫ ব্যাটালিয়নের সহকারী পরিচালক হাবিবুর রহমান বলেন, বৈরী আবহাওয়া ও বৃষ্টির সুযোগে বিএসএফ তাঁদের নিজ সীমান্তে একত্র করে কাঁটাতারের গেট খুলে ২২ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে দেয়। এ সময় দুজন আহত হন।

আটক ব্যক্তিদের মধ্যে ৩ শিশু, ১০ নারী ও ৯ জন পুরুষ রয়েছেন। জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, তাঁদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তিদের স্থানীয় প্রশাসন ও পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবি সূত্র জানায়, আটক ব্যক্তিদের কেউ কেউ ১৮ বছর বা তারও বেশি সময় ধরে ভারতের হরিয়ানা রাজ্যে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। তাঁদের একজন বলেন, ‘আমরা হরিয়ানায় দীর্ঘদিন ধরে ইটভাটায় কাজ করতাম। দুই দিন আগে সিআইডি পুলিশ আমাদের ধরে নিয়ে গিয়ে বিএসএফের হাতে তুলে দেয়।’

চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়ন পরিষদের সদস্য খলিলুর রহমান বলেন, আজ ভোরে বৃষ্টি হচ্ছিল। এ সময় সীমান্তের রেমা-কালেঙ্গা বনের ভেতর দিয়ে বিএসএফ তাঁদের বাংলাদেশে ঠেলে দেয়। স্থানীয় লোকজন বিষয়টি দেখে বিজিবিকে খবর দেন। পরে বিজিবি গিয়ে তাঁদের আটক করে।

বিজিবির কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, বর্তমানে আটক ব্যক্তিদের সীমান্তের একটি আদিবাসী বাড়িতে রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে তাঁদের বিজিবি ক্যাম্পে নেওয়া হবে।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *