সরকারের বিবেচনায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি

রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক দল। বৃহস্পতিবার (৮ মে) রাত থেকে শুরু হওয়া এই কর্মসূচির পর সাড়া মিলেছে সরকারের পক্ষ থেকে।

শুক্রবার (৯ মে) দুপুরে প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে এক পোস্টে জানানো হয়, আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি জানানো হচ্ছে, সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, তা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে। এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে ইতোমধ্যে যোগাযোগ স্থাপন করেছে, তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে। এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে। সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে। উল্লেখ্য যে, ইতোমধ্যে সরকার জনদাবীর প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। 

এছাড়া, সরকারের পক্ষে থেকে মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে। 

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *