লংগদুর রাবেতা ইস্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের ৩য় পুনর্মিলনি অনুষ্ঠিত

নতুন-পুরোনো শিক্ষার্থীদের জমজমাট হয়ে উঠেছিল লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের ঐতিহ্যবাহী রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের সবুজ মাঠ। ঈদুল আযহার তৃতীয় দিন রোজ সোমবার অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান । এই অনুষ্টানে অংশ গ্রহণ করন১৯৯৬-২০২৫ ব্যাচের শিক্ষার্থীরা।

“পুরনো দিন, নতুন প্রাণ, পূর্ণমিলনীর আহ্বান! “স্লোগান সামনে রেখে
বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন পাটের মাধ্যমে শুরু করা হয়,পরবর্তীতে জাতীয় সংগীত শুরু হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের ১৯৯৬ ব্যাচের SSC শিক্ষার্থী মো. সৈয়দ ইবনে রহমত, সঞ্চালনা করেন এসএসসি ২০০৩ ব্যাচের শিক্ষার্থী মো.আব্দুর রাজ্জাক ও২০০০ ব্যাচের শিক্ষার্থী মো. মোমিনুল হকের সঞ্চালনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মামুন ইবনে মিজান অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন । অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মো.মিনহাজ মুরশিদ (সদস্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ), মো.তোফাজ্জল হোসেন (সাবেক দুই বারের উপজেলা চেয়ারম্যান ও সভাপতি বিএনপি লংগদু উপজেলা শাখা), মো,নাছির উদ্দিন (জামাত ইসলামের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ),আরো উপস্থিত ছিলেন ইবনে সিনা হাসপাতালের ও রাবেতা প্রজেক্টের প্রজেক্ট কো-অডিনেটর মোঃ সাইফুল ইসলাম, লংগদু সরকারি কলেজের প্রভাষক মো. হারুনুর রশীদ, সাবেক সহকারি প্রধান শিক্ষক ও লংগদু প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মো. এখলাস মিয়া খান।

এসময়ে অত্র স্কুলের প্রাক্তন শিক্ষার্থীগণের মধ্যে পরিচিতি,স্মৃতিচারণ, ফটোসেশান,মধ্যাহ্ণ ভোজ শেষে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে হাঁড়িভাড়া,বালিশ বদল,বেলজিয়াম দড়ি টানাটানি, কৌতুক পরিবেশন, কবিতা পাঠ ও গল্প বলা, ইস্কুল বন্ধুদের পরিবেশনায় গানের অনুষ্ঠান থাকছে বিকেলের আয়োজনে। কুপন ড্রয়ের মাধ্যমে লটারি আয়োজন করা হয় এবং লটারিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অত্র বিদ্যালয়ের শিক্ষকগণ।

এসময় উপস্থিত শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে বিদ্যালয় প্রাঙ্গণ।সর্বশেষ অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ ইবনে রহমত।

কামরুজ্জামান, লংগদু প্রতিনিধি

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *