বুধবার (১৪ মে) বিকাল তিনটায় বাড়ির পাশে নিজের জমির ধান কাঁটতে গিয়ে বজ্রপাতে মারা যান গৃহবধূ তানজিলা আক্তার( ২০)।
মৃত গৃহবধূ তানজিনা আক্তার (২০)তার স্বামী মো: হৃদয় হোসেন, রাঙামাটি লংগদু উপজেলাধীন মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া জামালপুর টিলার বাসিন্দা ।তাদের বিয়ে হয়েছে তিন মাস যাবত, তানজিলা আক্তার এর বাবার বাড়ি রাঙ্গামাটির কাউখালী উপজেলা।
স্থানীয়রা জানান, সকাল থেকে আকাশে ঘন মেঘ ও গুড়িগুড়ি বৃষ্টি পড়ছিল। বৃষ্টি উপেক্ষা করে তানজিলা আক্তার নিজের জমিতে ধান কাঁটতে যায়। এসময় হঠাৎ বজ্রপাতে তানজিলা আক্তার গুরুতর আহত হয়ে। পরে লংগদু উপজেলার স্বনামধন্য ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালে নিয়ে আসেন পরে চিকিৎসক তাকে বিভিন্ন পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে।
কামরুজ্জামান, লংগদু প্রতিনিধি