মেহেরপুরে ১৪০ বোতল ফেন্সিডিল সহ স্বামী-স্ত্রীসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামে অভিযান চালিয়ে ১৪০ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রীসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার (১ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন—সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের গোলাম শেখের ছেলে হাফিজুর রহমান (৫০), তার স্ত্রী চায়না খাতুন (৪৫) এবং ওজুদুল ঘটকের ছেলে চাঁদ আলী (৩৮)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, হাফিজুর রহমান ও তার স্ত্রী চায়না খাতুন নিজ বাড়িতে বিপুল পরিমাণ ফেনসিডিল মজুত করে রেখেছেন। একই সূত্রে আরও জানা যায়, চাঁদ আলী লুঙ্গির ভেতরে কোমরে বেঁধে ফেনসিডিল বহন করছিলেন।
এরই প্রেক্ষিতে ডিএনসির একটি বিশেষ দল চায়না খাতুনের বাড়িতে অভিযান চালায়। অভিযানে হাফিজুর ও তার স্ত্রীর কাছ থেকে ১৩০ বোতল এবং চাঁদ আলীর কাছ থেকে ১০ বোতলসহ মোট ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় তিনজনকেই আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলার পর তাদের মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হবে বলেও জানান পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এস কে সামিউল ইসলাম,
মেহেরপুর প্রতিনিধি

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *