মেসে যৌন নির্যাতন ও ভিডিও ধারণের অভিযোগ, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী গ্রেপ্তার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন নির্যাতন করে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত আদনান ও স্বাগত দাসকে (পার্থ) গ্রেপ্তার করেছে পুলিশ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ সূত্র জানায়, গত মে মাসের শুরুর দিকে বিশ্ববিদ্যালয়–সংলগ্ন একটি আবাসিক এলাকায় মেসে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রী অভিযোগ করেছেন, তাঁকে অচেতন করে যৌন নির্যাতন ও ভিডিও ধারণ করা হয়।

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন ওই ছাত্রী। অভিযোগ পাওয়ার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনায় নেয় এবং পুলিশকে জানানো হয়।

এ ঘটনায় সিলেটের কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে। এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই দুজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে প্রাথমিক সত্যতা মেলে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁদের পুলিশে সোপর্দ করে। তাঁদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমান বলেন, ‘ভুক্তভোগী ছাত্রী আমাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি এবং যথাযথ আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছি।’

এদিকে সমাজবিজ্ঞান বিভাগের সহপাঠীরা ওই দুই শিক্ষার্থীকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা দিয়েছেন। এক বিবৃতিতে তাঁরা বলেন, ‘অভিযুক্তরা বিভাগের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবে না। আমরা তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *