বিস্ফোরক, দেশীয় অস্ত্রসহ নিষিদ্ধ ছাত্রলীগের চার কর্মী গ্রেপ্তার: পুলিশ

রাজধানীতে বিস্ফোরক, দেশীয় অস্ত্রসহ নিষিদ্ধ ছাত্রলীগের চার কর্মীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে মিরপুর মডেল থানা-পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে মিরপুর-২ এলাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পাশে ডিসি রোড থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শুক্কর (১৯), মো. জিহাদ (১৯), রাহিম (১৯) ও সুমন (১৮)। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। পলাতক বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি তাজা ককটেল, একটি লোহার চাপাতি, দুটি চাকু, একটি দা, একটি স্টিলের পাইপ, মোটরসাইকেলের একটি চেইন এবং একটি চেইন স্প্রোকেট বা চেইন হুইল উদ্ধার করা হয়েছে।

মিরপুর থানা সূত্রে জানা গেছে, গতকাল জাতীয়তাবাদী ছাত্রদলের একটি মিছিলে নাশকতা ও দাঙ্গা সৃষ্টি করতে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী টাকার বিনিময়ে বস্তি এলাকা থেকে লোকজন নিয়ে আসেন। তাঁরা মিরপুর-২ নম্বর এলাকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আশপাশের এলাকায় জড়ো হয়েছেন, এমন তথ্য পেয়ে মিরপুর মডেল থানার একটি টিম সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও শুক্কর, জিহাদ, রাহিম ও সুমনকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ছাত্রলীগের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। তাঁরা ফ্যাসিস্ট সরকারের বিচারের দাবিতে আয়োজিত মিছিলে নাশকতার উদ্দেশ্যে পাল্টা মিছিল করার পরিকল্পনা করছিলেন বলেও জানিয়েছে পুলিশ।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *