বিভিন্ন দাবিতে সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ

বিভিন্ন দাবিতে সচিবালয়ে আবারও বিক্ষোভ শুরু হয়েছে সচিবালয়ে। আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ের বাদামতলায় বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন দাবিতে সচিবালয়ে কেন্দ্রীক সংযুক্ত পরিষদ।

এর আগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কর্মচারীদের সঞ্জীবনী প্রশিক্ষণ, বিদেশগমন ও অবসরভোগীদের জন্য চিকিৎসা ভাতাসহ সাত দাবিতে বিক্ষোভ করে তারা।

বিক্ষোভকারীদের দাবিগুলো হলো পে-স্কেল দ্রুত বাস্তবায়ন করা, সঞ্জীবণী প্রশিক্ষণ ১০ দিনের জন্য করা, সঞ্জীবণীর ভাতা ২০ হাজার টাকা করা, পরিবারের ছয়জনের রেশন চালু করা ইত্যাদি।

রবিবার সকালে তারা মিছিল নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ভবনের সামনে বিক্ষোভ করে। এরপর জনপ্রশাসনের সিনিয়র সচিবের দপ্তরের সামনে জড়ো হয়। এর আগে তারা বাতামতলায় জড়ো হয়।

বিক্ষোভ সমাবেশে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদীউল কবিরসহ নেতারা বক্তব্য দেন।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *