বিকৃত যৌ*নাচার, বসুন্ধরা থেকে ২ নারী গ্রেফতার

বিকৃত যৌনচার ও ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেয়ার অভিযোগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে (১ মে) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানায় ভাটারা থানা পুলিশ।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা যায় দুই নারী চাবুক দিয়ে পেটাচ্ছেন এক পুরুষকে। চাবুক ছাড়াও আঘাত করা হয় নানাভাবে।



পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বিডিএসএম নামে বিকৃত যৌনচার চালিয়ে আসছে একটি চক্র। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এমন কর্মকাণ্ড চলছে বলে জানা যায়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে চক্রের দুই নারী সদস্যকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় বিশেষ ধরনের পোশাক, একটি চাবুক, হাই-হিল ও বুটসহ যৌন কর্মকাণ্ডে ব্যবহৃত নানা সামগ্রী।

গ্রেফতার দুই নারীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জানিয়ে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান ভাটারা থানার ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম। 

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *