ফসলের খেতে পড়ে ছিল বিদ্যুতের তার, ভুট্টা তুলতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু

পঞ্চগড়ে খেতের ভুট্টা তুলতে গিয়ে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। আজ বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ফকিরের হাট বেংহারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ফকিরের হাট-বেংহারীপাড়া এলাকার সপিজুল ইসলামের ছেলে জামিদুল ইসলাম (২২), লিয়াকত আলীর ছেলে শাহীন আলম (৪০) এবং শফিউল ইসলামের ছেলে গোলাম রাব্বানী (৩৫)।

এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ফকিরের হাট-বেংহারীপাড়া এলাকার সপিজুল ইসলামের ছেলে জয় ইসলাম (৩০)।

আহত ব্যক্তি, স্থানীয় লোকজন ও নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, ফকিরের হাট-বেংহারীপাড়া এলাকায় রবিউল ইসলাম নামে এক কৃষকের ভুট্টাখেতের ফসল তুলে দিতে চুক্তি নিয়েছিলেন ১৪ জন শ্রমিক। ওই ভুট্টাখেতের ওপর দিয়ে বিদ্যুতের লাইন গেছে। সকালে তাঁরা ভুট্টাখেতে ভুট্টা তুলতে গিয়ে দেখেন একটি বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে আছে। তবে তখন বিদ্যুৎ ছিল না। পরে শ্রমিকেরা ভুট্টা তোলার কাজ শুরু করার কিছুক্ষণ পরে হঠাৎ বিদ্যুৎ চলে আসে। এতে চারজন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে অন্য শ্রমিকদের চিৎকারে স্থানীয় লোকজন এসে তাঁদের উদ্ধারের চেষ্টা করেন। ঘটনাস্থলেই জামিদুল ইসলাম (২২) মারা যান। হাসপাতালে নেওয়ার পথেই গোলাম রাব্বানী ও শাহীন আলমও মারা যান।

হাসপাতালে চিকিৎসাধীন জয় ইসলাম বলেন, ‘আমরা প্রথমে দেখি একটা তার পড়ে আছে। পরে সেখান থেকে কিছুটা দূরে কাজ শুরু করি। কিছুক্ষণ পরে শুনি ভুট্টাগাছের পাতাগুলো পটপট শব্দ করে ফুটতেছে। এ সময় তারের কাছে আমার ভাই জামিদুল ছিল। ওকে কারেন্ট (বিদ্যুৎ) টেনে নিয়ে যায়। রব্বানী আর শাহীনও পড়ে গেল। আমি সেখান থেকে পালানোর চেষ্টা করি। আমার একটা পা কাদাপানির মধ্যে ঢুকে ঝিনঝিন করছিল। পরে কোনোমতে সেখান থেকে দূরে পড়ে যাই।’

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবুল কাশেম বলেন, হাসপাতালে যে তিনজনকে আনা হয়েছিল, তাঁর মধ্যে দুজনকে মৃত অবস্থায় পেয়েছি। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ হিল জামান বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা (ইউডি) দায়েরের প্রক্রিয়া চলছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখনো পর্যন্ত বিদ্যুতের লাইনটি কোন প্রতিষ্ঠানের, পল্লী বিদ্যুৎ নাকি নেসকোর, জানা যায়নি।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *