আমরা যে ম্যাথ/ইংলিশ/ফিজিক্স/ক্যামেষ্ট্রি/বায়োলজি/আইসিটি/ইকোনমিক্স/একাউন্টিং/ফিন্যান্স পড়ার জন্য জীবন শেষ করে দেই,এর ফায়দা শুধু দুনিয়াবীই। এখন চোখজোড়া বন্ধ হলে তখন কুরআনের ভাষাই হবে একমাত্র ভাষা।
অথচ,আমাদের গার্ডিয়ানদের বেশীরভাগই এই বিষয়ে উদাসীন। তারা হাজার হাজার টাকা খরচ করেন বাচ্চাকে ঐ বিষয়গুলোতে অভিজ্ঞ বানাতে কিন্তু কুরআনের বেলায় সে চরম উদাস। তারা কেনো বুঝে না,পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য সহীহ শুদ্ধ করে কুরআন তিলাওয়াতের বিকল্প নাই।
যেখানে পবিত্র কালামে পাকে মহান প্রতিপালক তার রাসুল (সা) কে বলেন,
وَ رَتِّلِ الۡقُرۡاٰنَ تَرۡتِیۡلًا ؕ
”আর কুরআন আবৃত্তি করুন,ধীরে ধীরে সুস্পষ্টভাবে” (৭৩:৪)
প্রিয় অভিভাবকবৃন্দ,
আপনি নিজেও জানেন কুরআনের প্রয়োজনীয়তা অসীম। আপনি হয়তো নিজেও সহীহ শুদ্ধভাবে কুরআন শিখতে চান। লজ্জা ফেলে দিয়ে এগিয়ে আসুন,পরপারের প্রস্তুতি নেন।