পোকার কামড়ে নাজেহাল, জটিল রোগে আক্রান্ত জনপ্রিয় গায়ক

সংগীতশিল্পী জাস্টিন টিম্বারলেক জানিয়েছেন, তিনি লাইম রোগে আক্রান্ত। ইনস্টাগ্রাম পোস্টে নিজের এই স্বাস্থ্যগত সমস্যার কথা জানিয়ে তিনি বলেন, এই রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি তাঁকে ‘আক্ষরিক অর্থেই চমকে দিয়েছে’। তবে সেই সঙ্গে বিষয়টি ব্যাখ্যা করে দিয়েছে কেন তিনি মঞ্চে পারফর্ম করার সময় কখনো কখনো অসুস্থতা অনুভব করতেন।

৪৪ বছর বয়সী ‘ক্রাই মি আ রিভার’ গায়ক সম্প্রতি তাঁর কনসার্ট ট্যুরের সমাপ্তি টানার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের স্বাস্থ্যসংক্রান্ত এই অভিজ্ঞতা ভাগ করে নেন।

জাস্টিন টিম্বারলেক। রয়টার্স

লাইম ডিজিজ হলো একধরনের ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ, যা আক্রান্ত পোকার কামড়ের মাধ্যমে মানুষের দেহে ছড়ায়। প্রাথমিক পর্যায়ে অ্যান্টিবায়োটিকে চিকিৎসা নিলে বেশির ভাগ রোগী পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। তবে অনেক ক্ষেত্রেই সংক্রমণের পর দীর্ঘদিন পর্যন্ত অবসাদ, শরীর ব্যথা ও দুর্বলতা রয়ে যেতে পারে।
টিম্বারলেক জানান, তিনি চাইলে তাঁর কনসার্ট আগেভাগেই বন্ধ করে দিতে পারতেন, তবে শেষ পর্যন্ত পারফর্ম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে টিম্বারলেক লেখেন, ‘তোমরা যারা আমাকে চেনো, জানো আমি বরাবরই একটু ব্যক্তিগত জগতে থাকতে পছন্দ করি। কিন্তু ট্যুরটা শেষ করে ফিরে এসে ভাবছিলাম—আমার জীবনে এই মুহূর্তে কী চলছে, সেটা সবাইকে জানানো যাক। আমি অনেক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। আমার শরীরে লাইম ডিজিজ ধরা পড়েছে। এটা বলছি যেন সবাই বুঝতে পারে, আমার সবকিছু স্বাভাবিক নেই।’
টিম্বারলেক আরও লেখেন, ‘যাঁরা এই রোগে আক্রান্ত হয়েছেন কিংবা কাছের কাউকে আক্রান্ত হতে দেখেছেন, তাঁরা জানেন এই রোগ মানসিক ও শারীরিকভাবে কী পরিমাণে নিঃশেষ করে দিতে পারে।’

টিম্বারলেক জানান, লাইম ডিজিজের প্রভাব তাঁর শরীরে পড়লেও পারফর্ম করার আনন্দ তার চেয়ে অনেক বড় হয়ে উঠেছে। ‘আমি খুশি যে শেষ পর্যন্ত আমি চালিয়ে গিয়েছিলাম। শুধু নিজের মানসিক দৃঢ়তাই নয়, আমি এমন অনেক মুহূর্ত তৈরি করেছি ভক্তদের সঙ্গে, যেগুলো সারা জীবন মনে রাখব।’ বলেন তিনি।
২০২৪ সালের এপ্রিল থেকে শুরু হওয়া তাঁর বিশ্ব সফর শেষ হয়েছে ২০২৫ সালের জুলাইয়ে, তুরস্কে।

নিজের সংগ্রামের কথা আরও খোলামেলাভাবে জানাতে চান জানিয়ে টিম্বারলেক বলেন, ‘আমি চাই এগুলো নিয়ে আরও কথা বলতে, যাতে ভুলভাবে ব্যাখ্যা না করা হয়।’
গত কয়েক বছর টিম্বারলেকের জন্য বেশ আলোচনাময় কেটেছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে নেশা করে গাড়ি চালানোর অপরাধে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। আদালতে তিনি বলেন, ‘এটা আমার একটা বড় ভুল। আমি আশা করি, যাঁরা এখন এটা দেখছেন বা শুনছেন, তাঁরা শিক্ষা নেবেন। আমি নিজে অন্তত নিয়েছি।’
তাঁর সাবেক প্রেমিকা ব্রিটনি স্পিয়ার্সের আত্মজীবনী এবং এক প্রামাণ্যচিত্রে তাঁদের সম্পর্ক ঘিরে বেশ কিছু বিতর্কিত তথ্য উঠে আসার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *