পেট থেকে বের হলো তিন হাজার ইয়াবা

প্রায় তিন হাজার ইয়াবাসহ হোছন আহমদ (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বিমানবন্দর এপিবিএনের কর্মকর্তারা বলেন, হোছন আহমদ একজন মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও বহনের সঙ্গে যুক্ত। গত বুধবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাঁকে ইয়াবাসহ আটক করা হয়। তিনি উড়োজাহাজের যাত্রী সেজে পেটের ভেতর ইয়াবা লুকিয়ে তা পরিবহন করছিলেন। আজ শুক্রবার তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার বিষয়ে বিমানবন্দর এপিবিএনের কর্মকর্তারা বলেন, গত বুধবার বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে কক্সবাজার থেকে ঢাকায় আসেন হোছন আহমদ। তিনি ইয়াবা পরিবহন করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা ভবনের উত্তর পাশ থেকে আটক করা হয়। বিমানবন্দর এপিবিএন কার্যালয়ে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে হোছন আহমদ স্বীকার করেন, তাঁর পাকস্থলীতে ইয়াবা লুকানো আছে। বিমানবন্দরে কর্তব্যরত চিকিৎসক এক্স-রে করে হোছন আহমদের পেটে ডিম্বাকৃতির ৩০টি বস্তু দেখতে পান।

বিমানবন্দর এপিবিএনের কর্মকর্তারা বলেন, পরবর্তী সময়ে হোছন আহমদকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর পেট থেকে টেপ মোড়ানো অবস্থায় ৩০ পোঁটলা বের করা হয়। এগুলো খুলে মোট ২ হাজার ৮২০টি ইয়াবা পাওয়া যায়।

সাম্প্রতিক সময়ে কয়েকটি অভিযানে ১৬ হাজারের বেশি ইয়াবাসহ পাঁচজন মাদক কারবারি গ্রেপ্তার করা হয়েছে বলে জানান বিমানবন্দর এপিবিএনের কর্মকর্তারা।

বিমানবন্দর এবিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার অনিতা রানী সূত্রধর বলেন, বিমানবন্দর ব্যবহার করে মাদক পরিবহনসহ সব ধরনের অপরাধ রোধে তাঁরা সচেষ্ট আছেন।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *