ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে কার্জন হল কেন্দ্রে এক ভোটারকে পূর্বে পূরণ করা ব্যালট দেওয়ার অভিযোগে এক পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে কার্জন হলের দোতলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কর্মকর্তা হলেন অমর একুশে হলের কর্মকর্তা জিয়াউর রহমান চৌধুরী।
কেন্দ্রে উপস্থিত সীমা আক্তারের পোলিং এজেন্ট রাজিমুল ইসলাম ও আরেকজন নাম প্রকাশে অনিচ্ছুক এজেন্ট জানান, শুরুতে একজন ভোটারকে দুটি ব্যালট পেপার দেওয়া হয়েছিল।