পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করেছে ৫৫ বছর বয়সী বৃদ্ধ

রাঙামাটির লংগদু উপজেলার গুলশাখালী সোনারগাঁও গ্রামের পাঁচ বছরের শিশু কন্যাকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণ করেছে ৫৫ বছরের এক বৃদ্ধ।

ধর্ষণকারী লংগদু উপজেলা, গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও ৩নং ওয়ার্ডের মৃত মো:রুস্তম আলীর ছেলে মো:নুরুল ইসলাম (৫৫)। তিনি সোনারগাঁও গ্রামের একজন মুদি দোকানদার ।

শিশুটির পরিবার জানায়, দুপুর ১টার দিকে মেয়েকে বিস্কুুট আনার জন্য দোকানে পাঠাই। মেয়ে দোকান থেকে দেরী করে আসে,দেরী হয়েছে কেন জানতে চাইলে সে প্রথমে স্বীকার করেনি, পরে আমি আর আমার স্ত্রী দেখি মেয়ের পায়জামার পিছন দিকটা ভিজা। ভালো করে জিজ্ঞেস করলে মেয়ে স্বীকার করে বলে, আমি দোকানে গিয়ে বিস্কুট চাইলে দোকানদার আমাকে চকলেট দিবে বলে দোকানের ভিতরে নিয়ে যায়। পরে এক ধরণের তৈলের ব্যবহার করে আমার সাথে খারাপ কাজ করে।আমি তাকে নিষেধ করেছি এমন কাজ করবো না, কিন্তু সে জোর করে আমার সাথে খারাপ কাজ করে।

লংগদু থানায় যোগাযোগ করে জানতে পারি, পুলিশ পরিদর্শক স্বরজিৎ দেব বিষয়টি জানতে পেরে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করে এবং ধর্ষককে থানায় নিয়ে আসা হয়েছে। ভিকটিমের পরিবারের দেওয়া অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হবে।

কামরুজ্জামান, লংগদু প্রতিনিধি

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *