জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস শিক্ষার্থীদের আমরণ অনশন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস অনার্স প্রোগ্রামের তৃতীয় ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ এবং শিক্ষা কার্যক্রম নিয়মিত ও সুনির্দিষ্টভাবে চালুর দাবিতে আমরণ অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে তাঁরা এই কর্মসূচি শুরু করেন।

এর আগে গতকাল শনিবার সকালেও অন-ক্যাম্পাস অনার্স প্রোগ্রামের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন। ওই সময় বক্তব্য দেন মো. সোলায়মান হোসেন, অফিউল ইসলাম, ফাহিম ফয়সল ও হৃদয় হোসেন নামে চার শিক্ষার্থী।

বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস অনার্স প্রোগ্রাম ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে চালু হলেও এখন পর্যন্ত তৃতীয় ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। বর্তমান শিক্ষার্থীরা দীর্ঘদিন এই দাবিতে আন্দোলন করে এলেও কেবল আশ্বাস ছাড়া কোনো বাস্তব অগ্রগতি হয়নি। এতে বর্তমান শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। নতুন ব্যাচ চালু না থাকলে বর্তমান ব্যাচগুলোর শিক্ষার্থীরা পরিচয়হীনতায় ভুগবেন এবং সনদের অবমূল্যায়নের আশঙ্কা আছে।

শিক্ষার্থীদের দাবির বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘অন-ক্যাম্পাস অনার্স প্রোগ্রামে ৩০০ শিক্ষার্থী আছে। এই শিক্ষার্থীদের কিছু দাবি আছে। বর্তমান প্রশাসন এটাকে আইনের মধ্যে থেকে কীভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে ধাপে ধাপে কাজ করছে। এর অংশ হিসেবে গত সপ্তাহে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে বৈঠক করেছি। ইউজিসি আইনি ব্যাখ্যার জন্য বিষয়টি পাঠিয়েছে। ব্যাখ্যা পেলে কার্যক্রম শুরু হবে। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। ইউজিসি সিদ্ধান্ত নিলে দাবিগুলো পূরণ সম্ভব হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ ফেরদৌস প্রথম আলোকে বলেন, ‘এটার একটা আইনি প্রক্রিয়া আছে। সেটা শেষ হলেই এর সমাধান হয়ে যাবে বলে মনে করছি। তারা অনশন করেছে শুনেছি। আমি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, তাদের সঙ্গে কথা বললে আশা করি বিষয়টি তারা বুঝতে পারবে।’

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *