জনপ্রিয় ইউটিউবার হিরো আলম সন্ত্রাসী হামলায় আহত, মুগদা মেডিকেলে চিকিৎসাধীন

জনপ্রিয় ইউটিউবার হিরো আলম সন্ত্রাসী হামলায় আহত, মুগদা মেডিকেলে চিকিৎসাধীন

ঢাকা: জনপ্রিয় ইউটিউবার ও স্বাধীন প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। সোমবার রাতে রাজধানীর আফতাবনগর এলাকায় একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হিরো আলম আফতাবনগরের একটি এলাকায় গেলে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তার মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হিরো আলম বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথায় ও হাতে ব্যান্ডেজ করা হয়েছে। তবে শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার পেছনে কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয়রা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *