’’চিরসবুজ মাতৃভূমি” এর সচেতনতা মূলক কুইজের পুরষ্কার বিতরণী চতুর্থ পর্ব

আজ 23 ফেব্রুয়ারী 2025 বরাবরের মতো ❝চিরসবুজ মাতৃভূমি❞ কর্তৃক বিভিন্ন স্কুল-কলেজে আয়োজিত কুইজ প্রতিযোগিতার চতুর্থ পর্বের পুরস্কার বিতরণী কার্যক্রম সম্পন্ন হয়।
এই পর্বে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী ডক্টর বিভূতি-ভূষণ উচ্চ বিদ্যালয়ে এই পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্কুল ছুটির পরে উক্ত বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক সদস্যদের সহযোগিতায় পরিবেশ সচেতনামূলক বক্তব্যের মাধ্যমে পুরস্কার বিতরনী কার্যক্রম শুরু হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরষ্কার হিসেবে প্রথম স্থান, দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অধিকারিকে নগদ অর্থ পুরষ্কার পাশাপাশি 15 জন শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

❝চিরসবুজ মাতৃভূমি❞ হলো বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের মাধ্যমে গড়ে তোলা একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। আয়োজিত প্রতিযোগিতায় পলিথিনের ব্যবহার কমানো ও বেশি বেশি গাছ লাগানোর প্রয়োজনীয়তাকে প্রাধান্য দিয়ে কুইজের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়।

এছাড়াও সংগঠনটি জন-সচেতনতামূলক বিভিন্ন সামাজিক ক্যাম্পেইন পরিচালনা করে আসছে।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *