চট্টগ্রাম-১০ আসনে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কর্মী সমাবেশে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে জনগণের ভোটাধিকার সুনিশ্চিত করতে হবে। ভোটের মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ চাইছে—এই অধিকার ফিরিয়ে আনতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

চট্টগ্রাম মহানগরীর ১৩ নং পশ্চিম খুলশী, বিএডিসি ও মুরগির ফার্ম এলাকায় গতকাল (২৪ অক্টোবর) বাদ মাগরিব চট্টগ্রাম-১০ আসনকে কেন্দ্র করে এক নির্বাচনী কর্মী সমাবেশে প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জনগণের সেবা ও এলাকার উন্নয়নের লক্ষ্যে আমরা ইতিবাচক রাজনীতি করতে চাই। চট্টগ্রাম-১০ আসনকে একটি আদর্শ ও উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

সমাবেশে সভাপতিত্ব করেন পশ্চিম খুলশী এলাকার বিশিষ্ট সমাজসেবক এরশাদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ড এমারতের আমির মাওলানা ওমর ফারুক এবং এমারতের সেক্রেটারি মহিবউল্লাহ চৌধুরী।

সমাবেশে স্থানীয় নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *