চট্টগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের জন্য জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডের উদ্যোগে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সহযোগিতায় সনাতন ধর্মাবলম্বীদের জন্য এক বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

পূর্ব বাকলিয়া ওয়ার্ড আমীর মোঃ ওয়াহিদ মোরশেদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব ফয়সাল মোঃ ইউনুচ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকলিয়া থানা আমীর সুলতান আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড সেক্রেটারি নাছির সওদাগর, বায়তুল মাল সম্পাদক আলী আকবর, পূজা উদযাপন কমিটি বাকলিয়া থানার সভাপতি মিত্র কুমার শীল, থানা সেক্রেটারি ও ওয়ার্ড সভাপতি রাজকুমার, ওয়ার্ড সেক্রেটারি নারায়ণ বিকাশ এবং জন্মাষ্টমী উদযাপন পরিষদের থানা সভাপতি মুকেশ চন্দ্র শীল।

মেডিকেল ক্যাম্পটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ডিজিএম ও হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট এবং কো-অর্ডিনেটর মোহাম্মদ আমান উল্লাহ আমান।

আয়োজকরা জানান, ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় মানুষের সেবা দেওয়ার লক্ষ্যে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *