চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার আলোচিত শারমিন হত্যা মামলার প্রধান আসামী মঈন উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব-৭। নিহত ভিকটিম পাহাড়তলী এলাকার বাসিন্দা। ২০২০ সালের ১৩ নভেম্বর ইসলামি শরিয়াহ মোতাবেক মঈন উদ্দিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।
বিবাহের পর থেকেই যৌতুকের জন্য স্বামী ও তার পরিবার ভিকটিমের ওপর শারীরিক নির্যাতন চালায়। একপর্যায়ে ভিকটিম ৬০ হাজার টাকা প্রদান করেন। কিন্তু পরিবার টাকা ফেরতের দাবি করলে আরও নির্যাতনের শিকার হন তিনি।
২০২৪ সালের ৯ সেপ্টেম্বর রাতে পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে মঈন উদ্দিন ও তার পরিবারের সদস্যরা ভিকটিমকে হাত-পা বেঁধে বালিশ চাপা দিয়ে হত্যা করে। ঘটনার পর ভিকটিমের মা বাদী হয়ে পাহাড়তলী থানায় হত্যা মামলা (মামলা নং-০৯, তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৫, ধারা ৩০২/৩৪/৫০৬(২), পেনাল কোড ১৮৬০) দায়ের করেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ জানতে পারে যে, আসামী মঈন উদ্দিন নিশ্চিন্তাপাড়া এলাকায় অবস্থান করছেন। ২২ এপ্রিল ২০২৫ দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে।
পরবর্তীতে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাহাড়তলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।