গাজাগামী ফ্লোটিলার জাহাজ বিকল, উদ্ধার করল তুরস্ক

গাজাগামী সহায়তা বহরের একটি জাহাজ বিকল হয়ে পানিতে ডুবতে শুরু করায় কর্মীদের উদ্ধার করে সরিয়ে আনতে সহায়তা করেছে তুরস্ক। আয়োজকরা ও তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু সোমবার এ তথ্য জানিয়েছে।

এ মাসের শুরুতে বার্সেলোনা থেকে যাত্রা শুরু করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ অনেকে অংশ নিয়েছেন। তাদের উদ্দেশ্য ছিল ইসরায়েলের অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।

জাতিসংঘ ইতিমধ্যে সতর্ক করেছে, ইসরায়েলের চলমান সামরিক অভিযানের কারণে গাজায় ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিয়েছে।

ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে আয়োজকরা জানান, বহরের মিশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, কারণ বহরের একটি জাহাজ ‘জনি এমের’ ইঞ্জিন কক্ষে পানি ঢুকে পড়েছিল।

বিবৃতিতে বলা হয়, ‘সব অংশগ্রহণকারীকে নিরাপদে আরেকটি জাহাজে স্থানান্তর করা হয়েছে। কেউ কেউ অন্য জাহাজে যুক্ত হবেন, আবার কেউ তীরে ফিরবেন।’

আনাদোলুর তথ্য মতে, জাহাজটি সোমবার ভোরে বিপদ সংকেত পাঠায়। এ সময় সেটি ক্রিট, সাইপ্রাস ও মিশরের মাঝামাঝি আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছিল।

তুর্কি কর্তৃপক্ষ ও তুর্কি রেড ক্রিসেন্ট এ উদ্ধার কার্যক্রম সমন্বয় করেছে।

সহায়তাকারী জাহাজগুলোর একটির ক্যাপ্টেন সেমিহ ফেনের আনাদোলুকে বলেন, ‘এটি ডোবার ঘটনা নয়, বরং একটি প্রযুক্তিগত ত্রুটি।’

তিনি আরো বলেন, ‘আমরা ১২ জনকে তুলে নিয়ে অন্য জাহাজে ভাগ করে দিয়েছি। চারজন বাড়ি ফিরবেন।’ সরিয়ে নেওয়া ব্যক্তিরা তুরস্ক হয়ে নিজ নিজ দেশে ফিরবেন বলেও জানিয়েছেন তিনি।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *