‘ক্যারিয়ারে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’ নিয়ে টটেনহাম ছাড়ার ঘোষণা সনের

টটেনহাম হটস্পার ছাড়ার ঘোষণা দিয়েছেন ক্লাবটির অধিনায়ক সন হিউং-মিন। এই গ্রীষ্মেই অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর আগেই উত্তর লন্ডনের ক্লাবটি ছাড়েন তিনি। দীর্ঘ এক দশক পর টটেনহাম ছাড়বেন দক্ষিণ কোরিয়ান এ ফরোয়ার্ড।

বায়ার লেভারকুসেন থেকে ২০১৫ সালে টটেনহামে যোগ দেন ৩৩ বছর বয়সী সন। ইংল্যান্ডের ক্লাবটির হয়ে ৪৫৪ ম্যাচ খেলার পথে ইউরোপা লিগ জিতেছেন। ২০১৯ সালে উঠেছিলেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও। সিউলে প্রাক্‌–মৌসুম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টটেনহাম ছাড়ার ঘোষণা দেন সন।

সন বলেন, ‘সংবাদ সম্মেলন শুরুর আগে বলতে চাই, এই গ্রীষ্মেই আমি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তে ক্লাবও আমাকে সম্মানের সঙ্গে সহায়তা করছে।’
টটেনহামের ইতিহাসেই অন্যতম সেরাদের একজন সন। ক্লাবটির হয়ে ১৭৩ গোল করা সন গত মে মাসে ইউরোপা লিগ জিতলেও মৌসুমটা তাঁর ভালো কাটেনি। চোটে পড়েছেন কয়েকবার এবং ফর্মও খুব একটা ভালো ছিল না।

সংবাদ সম্মেলনে আবেগাক্রান্ত হয়ে পড়েন সন

টটেনহাম ছেড়ে সন কোথায় যোগ দেবেন, সে বিষয়ে কিছু বলেননি, ‘এখন পর্যন্ত আমার কাছে এর উত্তর নেই।’ ইএসপিএনকে একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব লস অ্যাঞ্জেলস এফসি সনকে সই করাতে আগ্রহী। টটেনহামে তাঁর চুক্তির মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত।

সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে আগামীকাল নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে প্রাক্‌–মৌসুম প্রীতি ম্যাচ খেলবে টটেনহাম। ক্লাবটির কোচ টমাস ফ্রাঙ্ক জানিয়েছেন, সন এই ম্যাচে অধিনায়কত্ব করবেন ও শুরু থেকেই খেলবেন। ইএসপিএন ও সিএনএন জানিয়েছে, টটেনহামের জার্সিতে এটাই হতে পারে সনের শেষ ম্যাচ। যদিও খুব বেশি দিন দেরি নেই, আগামী ১৩ আগস্ট উয়েফা সুপার কাপে পিএসজির মুখোমুখি হবে টটেনহাম।

টটেনহাম কোচ ফ্রাঙ্ক এ নিয়ে বলেছেন, ‘এটা পরিষ্কার যে সন শুরু থেকে খেলবে এবং অধিনায়কত্ব করবে। এটা যদি সনের জন্য শেষ ম্যাচ হয়, তাহলে ঘরের দর্শকদের সামনে শেষ করার জায়গাটাও দারুণ হয়। সুন্দর এক সমাপ্তি হতে পারে এটা।’

টটেনহামের প্রতি ভালোবাসা জানিয়ে সংবাদ সম্মেলনে সন বলেছেন, ‘আমার ক্যারিয়ারে এটা সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। অসাধারণ সব স্মৃতি। সিদ্ধান্তটি নেওয়া খুব কঠিন ছিল। কিন্তু আমার মনে হয় এটাই সঠিক সময়। আশা করি সবাই আমার সিদ্ধান্তটা বুঝবেন এবং সম্মান করবেন। ২৩ বছর বয়সী এক তরুণ হিসেবে আমি উত্তর লন্ডনে এসেছিলাম। খুব অল্প বয়সী একটা ছেলে যে ইংরেজিতেও কথা বলতে পারত না। এখন পরিণত হিসেবে এই ক্লাব ছেড়ে যেতে পারাটা খুবই গর্বের বিষয়।’

সংবাদ সম্মেলনে আবেগাক্রান্ত সনকে সান্ত্বনা দেন টটেনহাম কোচ টমাস ফ্রাঙ্ক

সন কোরিয়ান ভাষায় জানিয়েছেন, ৪১ বছর পর টটেনহামের ইউরোপিয়ান ট্রফি জয় তাঁর ক্লাব ছাড়ার সিদ্ধান্তে ‘বড় ভূমিকা’ রেখেছে, ‘ইউরোপিয়ান শিরোপা জয়ের পর মনে হয়েছে, সম্ভাব্য যা জিততে পারতাম, সবই জিতেছি।’ গত জুনে ব্রেন্টফোর্ড থেকে টটেনহাম কোচের দায়িত্ব নেওয়া ফ্রাঙ্ক সনকে নিয়ে বলেছেন, ‘সে সব দৃষ্টিকোণ থেকেই স্পার্স কিংবদন্তি। প্রিমিয়ার লিগে খেলা অন্যতম সেরা খেলোয়াড়।’

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *