কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে তিন স্কুল শিক্ষার্থী নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তিন স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।

মঙ্গলবার (৬ মে) দুপুরে পাকুন্দিয়া উপজেলার চরটেকী এলাকায় মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের সময় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার চরটেকী গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ইরিনা (১৫), বাদল মিয়ার মেয়ে প্রিয়া (১৫) ও বোরহান উদ্দিনের মেয়ে বর্ষা (১৫)। তারা তিনজন‌ই চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

ঘটনা সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে দমকা হাওয়া ও মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। তখন স্কুল থেকে বাড়ি ফেরার পথে চরটেকী নামাপাড়ায় ঝড়বৃষ্টির কবলে পড়ে তিন শিক্ষার্থী। এ সময় ঝড়ের সঙ্গে বজ্রপাত হলে গুরুতর আহত হন ওই তিনজন। পরে তাদেরকে উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে গুরুতর আহত অপর শিক্ষার্থী বর্ষার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাকেও মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।চিকিৎসাধীন অবস্থায় বর্ষার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত বলে ঘোষণা দেন।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক কামরুল হাসান বলেন, তিনজনের মধ্যে দুজন মারা গেছেন। আহত বর্ষা নামে একজনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত বর্ষাকে কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে ওই শিক্ষার্থীও মারা যায় ।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন জানান, হাসপাতালে গিয়ে নিহতের পরিবারের খোঁজখবর নেওয়া হয়েছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের দাফন-কাফনের জন্য আর্থিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাখাওয়াৎ হোসেন বজ্রপাতে তিন স্কুল শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন।

আবু সালেহ মোঃ হামিদুল্লাহ
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *