কাপ্তাইয়ে মৎস্যজীবী পরিবারের মাঝে চাল বিতরণ

রাঙামাটির কাপ্তাইয়ে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সময়ে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৬৭৫টি মৎস্যজীবী পরিবারের মাঝে ভিজিএফ (চাল) বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩০ মে) সকালে কাপ্তাই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

৪ নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী মো. আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।

এ সময় মে ও জুন মাসের জন্য প্রত্যেক পরিবারকে ২০ কেজি করে মোট ৪০ কেজি চাল দেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, মে ও জুন মাসের জন্য সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কাপ্তাই উপজেলায় ২৭ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *