আওয়ামী দোসরদের নিয়ে এনসিপি সাজানো হচ্ছে: আমিনুল হক

ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আওয়ামী লীগের নেতা–কর্মীদের নিয়ে সাজানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। আওয়ামী লীগের লোক নিয়ে এনসিপি মিছিল–মিটিং করছে বলেও অভিযোগ করেছেন তিনি।

আজ শনিবার বিকেলে রাজধানীর খিলক্ষেত তলনা রুহুল আমিন উচ্চবিদ্যালয় মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তথানা ফুটবল টুর্নামেন্টের একটি খেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব অভিযোগ করেন আমিনুল হক।

আমিনুল হক অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা–কর্মীদের মামলা থেকে বাঁচানো এবং পুলিশের গ্রেপ্তার থেকে রক্ষা করার কথা বলে অর্থের বিনিময়ে এনসিপি নেতারা তাঁদের দলে নিচ্ছেন।

মিয়ানমারের সঙ্গে ‘মানবিক করিডর’ ইস্যুতে রাজনৈতিক দল ও জনগণকে অন্তর্বর্তী সরকার পাশ কাটিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন আমিনুল হক। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের ভেতরে ক্ষমতার মোহ ঢুকে গেছে। সংসদ ও জনগণকে পাশ কাটিয়ে করিডর দেওয়ার চেষ্টা করলে এ দেশের জনগণ মেনে নেবে না।’

জাতীয় নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক বলেন, ‘আমরা দীর্ঘ ১৭ বছর আন্দোলন–সংগ্রাম করেছি একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য। কিন্তু দুঃখের বিষয় আমরা যাদের সরকারে বসিয়েছি, তারা এখন নির্বাচন চাইলে জ্বালা মনে করে।’ ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে এ দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নামবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্যসচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *