আলীকদম উপজেলার সদর ইউনিয়নের পূর্ব পালংপাড়া থেকে আমতলীপাড়া পর্যন্ত ১ কোটি ৬১ লাখ টাকার মাত্র ২২০০ মিটার (প্রায়) রাস্তা নির্মাণে বিশাল অনিয়মের অভিযোগ উঠেছে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অংশথোয়াই মার্মার বিরুদ্ধে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাস্তা নির্মাণে বালুর পরিবর্তে মাটি ব্যবহার করা হয়েছে এবং যতোটুকু প্রশস্ত রাস্তা করা প্রয়োজন ততোটুকু করছে না। এই রাস্তা কতদিন টিকবে? এটাও জনমনে তৈরী হওয়া উদ্বেগ!
এছাড়াও,
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি এখনও কিভাবে মুক্ত বাতাসে বিচরণ করছে? পূর্বেও এর নামে বিভিন্ন অভিযোগ রয়েছে এবং দূর্নীতির বিরুদ্ধে যথেষ্ট প্রমাণও আছে। তাও কেন সে,গ্রেফতার হচ্ছে না?
জনগণের আতংকের শেষ নাই। তাদের প্রশ্ন, তাহলে কী স্থানীয় প্রশাসনও অভিযুক্তের অর্থের কাছে বিক্রিত?
আলীকদম উপজেলা প্রতিনিধি