সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করলো চবি ছাত্রদল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আশেপাশের বিভিন্ন কলোনীতে বসবাসরত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল। শনিবার (২৯ মার্চ) চবি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়ের উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়।

ঈদ উপহার বিতরণের এ কার্যক্রমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিয়ে কাজ করা সংগঠন ‘পথের পাঁচালী’ সহায়তা করেছে। তাদের পরিচালিত ভাসমান স্কুলের প্রথম থেকে সপ্তম শ্রেণির ৫৪ জন সুবিধাবঞ্চিত শিশুকে নতুন পোশাক উপহার দেওয়া হয়। এর মধ্যে ১৮ জন ছেলেকে পাঞ্জাবি-পায়জামা এবং ৩৬ জন মেয়েকে স্কার্ট প্রদান করা হয়। উপহার বিতরণের পর শিশুদের জন্য ইফতারেরও আয়োজন করা হয়।

চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, “আমরা বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছি। সমাজের সুবিধাবঞ্চিত শিশুরাও যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। আমরা বিশ্বাস করি, যদি তারা প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পায়, তাহলে ভবিষ্যতে দেশের সম্পদ হিসেবে গড়ে উঠবে।”

এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং সকলে মিলে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল: পরিচিতি ও কার্যক্রম,

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (বিএনপি ছাত্রদল) ১৯৭৯ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ছাত্র সংগঠন হিসেবে কাজ করে। সংগঠনটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ করে দেয়।

ছাত্রদল তার রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমেও অংশ নেয়। দুঃস্থদের মধ্যে ত্রাণ বিতরণ, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা ও সহায়তা কার্যক্রম, রক্তদান কর্মসূচি, এবং প্রাকৃতিক দুর্যোগে সহায়তা প্রদানসহ নানাবিধ মানবিক উদ্যোগ গ্রহণ করে থাকে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখাও এই নীতির অনুসারী হয়ে বিভিন্ন সময় শিক্ষার্থীদের অধিকার রক্ষায় আন্দোলন, সামাজিক উন্নয়নমূলক কাজ এবং দুঃস্থদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এই ঈদ উপহার বিতরণ কর্মসূচিও তারই ধারাবাহিক অংশ।

চবি ছাত্রদলের নেতৃবৃন্দ জানিয়েছেন, তারা ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আরও বড় পরিসরে কর্মসূচি গ্রহণ করতে চান। তারা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা প্রদান এবং সমাজের বিভিন্ন পর্যায়ে মানবিক উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছেন।

চবি ছাত্রদলের এক নেতা বলেন, “রাজনীতির মূল উদ্দেশ্যই হলো মানুষের সেবা করা। আমরা চাই, আমাদের সংগঠনের মাধ্যমে দেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে। এই আয়োজনের মাধ্যমে আমরা সামান্য হলেও তাদের মুখে হাসি ফুটাতে পেরেছি, এটাই আমাদের বড় অর্জন।”

উল্লেখ্য, চবি ছাত্রদল শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ না থেকে সামাজিক ও মানবিক কার্যক্রমেও ভূমিকা রাখছে। পূর্বেও বিভিন্ন সময় সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্য, শিক্ষা উপকরণ এবং চিকিৎসা সহায়তা প্রদান করেছে সংগঠনটি। ছাত্রদলের নেতাকর্মীরা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *