সংসদে নারীদের ১০-২০টি আসনেই যথেষ্ট: ইসলামী ফ্রন্ট

নারীদের জন্য ১০০টি নয় বরং সর্বোচ্চ ১০ থেকে ২০টি আসনই সংগত বলে দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।

বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘সংবিধান সংস্কার কমিশনের প্রদত্ত সুপারিশমালা ও আমাদের বক্তব্য শীর্ষক’ গোলটেবিল বৈঠকে এ কথা বলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দ।

এসময় তারা জানান, সংবিধান সংস্কার কমিশন জাতীয় সংসদ নির্বাচনে নারীদের জন্য ১০০টি আসনের সুপারিশ করেছে। এই সুপারিশের যৌক্তিকতার পুনর্বিবেচনার দাবি জানিয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট জানিয়েছে, সংসদে নারীদের জন্য ১০-২০টি আসনই সংগত।

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান।

বৈঠকে বক্তারা ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনাকে সংবিধানে স্বীকৃতি দেওয়ার প্রশংসা করলেও একাত্তরের মুক্তিযুদ্ধের ভূমিকার সঙ্গে এর তুলনা করার বিষয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। সংবিধানে ‘প্রজাতন্ত্র’ শব্দের পরিবর্তে ‘নাগরিকতন্ত্র’ এবং ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ পরিবর্তে ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ করার সুপারিশ নিয়ে আলোচনা হয়।

এছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা, সাংবিধানিক কাউন্সিল গঠন এবং দুর্নীতি দমনসহ পাঁচটি কমিশন গঠনের সুপারিশকে সময়োপযোগী বলা হয়।

বৈঠকে ইসলামী ফ্রন্টের নেতারা আরও বলেন, সংবিধানে অন্তর্ভুক্তিমূলক নীতি গ্রহণের ফলে পাহাড়ি-বাঙালি দ্বন্দ্ব নিরসন এবং উগ্রবাদী গোষ্ঠীগত সংঘাত কমবে। পাশাপাশি ‘আন্তঃধর্ম সম্প্রীতি কমিশন’ ও ‘জাতীয় শরীয়াহ কাউন্সিল’ গঠনের দাবি জানান তারা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্টের নেতা স.উ.ম আবদুস সামাদ, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জগলুল হায়দার প্রমুখ।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *