২০২৩ সালের ডিসেম্বরে এখনকার নির্বাচকেরাই মেন্ডিসকে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দিয়েছিলেন। এর আগে বিশ্বকাপে কয়েকটি ম্যাচে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করা মেন্ডিসের সাম্প্রতিক ফর্ম বেশ ভালোই। তাঁর অধীন আটটি সম্পন্ন হওয়া ওয়ানডের ছয়টি জিতেছে শ্রীলঙ্কা। এরপরও সরিয়ে দেওয়া হলো তাঁকে।
ভারতের বিপক্ষে আগামী ২, ৪ ও ৭ আগস্ট তিনটি ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা। এ সিরিজের দলে নেওয়া হয়েছে ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় থাকা নিশান মাদুশকাকে। ২৪ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান অবশ্য এরই মধ্যে ৮টি টেস্ট খেলেছেন। দলে ফেরানো হয়েছে স্পিনার আকিলা দনঞ্জয়া ও পেসার চামিকা করুনারত্নেকে।