লস অ্যাঞ্জেলেসে দাবানল: ‘মনে হচ্ছে একটি পারমাণবিক বোমা ফেলা হয়েছে’

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা বলেছেন, দাবানলে মারাত্মক ক্ষতিগ্রস্ত অনেকগুলো এলাকায় পৌঁছানোটা নিরাপদ নয়।

এর পরিপ্রেক্ষিতে দাবানলে মানুষের প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন লস অ্যাঞ্জেলেস কাউন্টির প্রধান আইনপ্রয়োগকারী কর্মকর্তা রবার্ট লুনা। তিনি বলেন, দাবানলে মৃতের সংখ্যা এখন পর্যন্ত পাঁচজনই আছে। তবে মৃতের এ সংখ্যা নিশ্চিতভাবেই পরিবর্তিত হবে।

লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া দাবানলের ধ্বংসযজ্ঞের ভয়াবহতা সম্পর্কে বলতে গিয়ে রবার্ট লুনা বলেন, ‘…(মনে হচ্ছে) এই এলাকাগুলোতে একটি পারমাণবিক বোমা ফেলা হয়েছে।’

দাবানল আরও বাড়বে কি না, সে সম্পর্কে বলতে গিয়ে রবার্ট লুনা বলেন, তিনি প্রার্থনা করছেন, যাতে তেমনটা না হয়।

তবে রবার্ট লুনা বলেন, ‘আমি ভালো খবর আশা করি না।’

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিনোদনজগতের কেন্দ্র হিসেবে পরিচিত লস অ্যাঞ্জেলেসে দাবানলের সূত্রপাত হয় গত মঙ্গলবার। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে শহরটি। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সেখানে ছয়টি আলাদা দাবানল সৃষ্টি হয়েছে। দেড় শ কিলোমিটার পর্যন্ত গতিতে বয়ে চলা ঝড়ে হু হু করে ছড়িয়ে পড়ছে আগুন।

আলাদা ছয়টি দাবানলের মধ্যে তিনটি নিয়ন্ত্রণের পুরোপুরি বাইরে চলে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রাণে বাঁচতে লস অ্যাঞ্জেলেসের প্রায় দুই লাখ বাসিন্দাকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। বিভিন্ন এলাকায় গড়ে তোলা হয়েছে আশ্রয়কেন্দ্র।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *