রাংগামাটির লংগদু উপজেলায় লংগদু সেনা জোনের উদ্যোগে উপজেলার দুই শতাধিক অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী ও নগদ আর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
১২ মার্চ (বুধবার) লংগদু জোনের ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লেঃ কর্ণেল হিমেল মিয়া পিএসসি,
অত্র জোনের উপ-অধিনায়ক হোসাইন মোহাম্মদ মারুফ, জোনের এ্যাডজুটেন্ট অনির্বাণ সহ অন্যান্য অফিসার বৃন্দ।
লংগদু উপজেলার সেনামৈত্রী বিদ্যা নিকেতন , দক্ষিণ রহমতপুর কেরাতুল মাদ্রাসা, নও মুসলিম আয়েশা বেগম ও মিলন মিয়াকে নগদ অর্থ প্রদান সহ পবিত্র মাহে রমজান উপলক্ষে দুই শতাধিক পরিবারের মাঝে উন্নতমানের ইফতার সামগ্রী বিতরণ করেন।
পবিত্র রমজান মাসে ইফতার সামগ্রী পেয়ে খুশি গরীব, অসহায় ও দরিদ্র মানুষরা,তারা জানান ইফতার সামগ্রীর মধ্যে ছিল :- সেমাই -১ (২০০গ্রাম) প্যাকেট, ছোলা -১ কেজি, পোলাউর চাল -১ কেজি, মসুর ডাল -১ কেজি, চিনি -১ কেজি, খেজুর -২৫০গ্রাম, সয়াবিন তেল -১ লিটার করে প্রতি জনকে উপহার হিসেবে দেন।
এসময়ে সমাজের অসহায়, গরীব ও দরিদ্র মানুষগুলো ইফতার সামগ্রী পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী এবং লংগদু জোনের প্রতি প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সেনাবাহিনী সর্বদা দেশ ও জাতির কল্যাণে কাজ করে আসছে। আগামী দিনেও আমাদের এ ধরণের মানবিক কল্যাণ মূলক কাজ অব্যাহত থাকবে বলে জানান লংগদু জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল হিমেল মিয়া (পিএসসি)।
কামরুজ্জামান, লংগদু প্রতিনিধি