লংগদু উপজেলা জাতীয় ইমাম সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদুতে ৮ বছরের শিশু কন্যা আছিয়ার ধর্ষকদের দ্রুত ফাঁসির দাবিতে লংগদু উপজেলা জাতীয় ইমাম সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১৬ মার্চ) সকাল ১১ টায় বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, লংগদু উপজেলা কর্তৃক আয়োজিত মাগুরা ৮ বছরের শিশুকন্যা আছিয়ার ধর্ষকের বিচার প্রকাশ্য ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেন উপস্থিতিরা।

মিছিলে শ্লোগান ছিল,
” সাড়া বাংলা খবর দে, ধর্ষককে কবর দে”
“দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকের ফাঁসি দে ” “আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই” “একটা দুইটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর”। “আছিয়ার ধর্ষকের অবিলম্বে ফাঁসি চাই ” এসব শ্লোগানে উপজেলার প্রাণকেন্দ্র বাইট্টাপাড়া বাজার হতে লংগদু উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে এক পথসভা আয়োজন করা হয়।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আবদুল মতিন এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ সংলগ্ন মাঠের পূর্ব প্রান্তে জাতীয় ইমাম সমিতি লংগদু উপজেলা শাখান স়ভাপতি ও জাতীয় ওলামা দলের আহবায়ক মাওলানা সোহেল আহম্মেদের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা ইমাম সমিতির সম্মানিত উপদেষ্ঠা ও গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সে খতীব মাওলানা মোঃ আমিনুর রশিদ পটিয়াবী, উপজেলা ইমাম সমিতির সম্মানিত উপদেষ্ঠা ও বাংলাদেশ জামায়াতে ইসলামের লংগদু উপজেলা নায়েবে আমীর মাওলানা এ এল এম সিরাজুল ইসলাম, পূর্ব ঠেকাপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা জুবাইদুল হাসান, ইমাম সমিতির সভাপতি মাওলানা সোহেল আহম্মেদ, সাধারণ সম্পাদক হাফেজ আবদুল মতিন, মাহিল্যা বাজার জামেমসজিদে ইমাম মুফতি আবু বকর ছিদ্দিক রুবাবি ও লংগদু উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতি ওবায়দুল্লাহ আহরার প্রমূখ্য।

বক্তারা বলেন, দেশে ইসলামি শাসন ব্যবস্থা কায়েম নেই বলেই, অপরাধীরা বারবার অপরাধ-অপকর্ম করে পাড় পেয়ে যাচ্ছে। স্বাধীন বাংলাদেশের কোন ধর্ষকের ঠাঁই হবে না। ইসলামে বিধান অনুসারে ধর্ষণকারীর প্রকাশ্য মৃত্যুদন্ড (ফাঁসি) কার্যকর করার জোর দাবী জানান, বক্তারা।

শেষে শিশু আছিয়া সহ বিশ্ব মুসলিম উম্মাহের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লংগদু উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতি ওবায়দুল্লাহ আহরার।

কামরুজ্জামান, লংগদু

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *