লংগদুর ১০০পরিবার পেলো আস সুন্নাহ ফাউন্ডেশনের উপহার

রাঙ্গামাটির, লংগদু উপজেলায় অসহায়, গরীব, দারিদ্র ১০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে আস সুন্নাহ ফাউন্ডেশন।

মঙ্গলবার (৪ মার্চ)বিকেলে লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজের মাঠে আস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে সমাজের অসহায় দরিদ্র মানুষের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আস সুন্নাত ফাউন্ডেশন এর প্রতিনিধি ডাঃ আবু তালহা,লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আজগর আলী, প্রভাষক মো. হারুনুর রশিদ, জাতীয় ওলামা পরিষদের লংগদু উপজেলা সভাপতি মাওলানা আমিনুর রশিদ এবং আল আমিন ইমরান সহ প্রমুখ্য উপস্থিত ছিলেন।

এলাকার খেটে খাওয়া অসহায় ও গরিব পরিবার যেন শান্তিতে ইফতার করতে পারে সে লক্ষ্যে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।ইফতার বিতরণের সময় অতিথিরা আস সুন্নাহ ফাউন্ডেশনের মত সমাজের গরিব ও অসহায়দের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি ডাঃ আবু তালহা জানান, দূর্গম পাহাড়ি অঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষগুলো যেনো রোজা রেখে দু’বেলা খাবার যোগাড় করতে হিমশিম খেতে না হয়, তাদের কথা বিবেচনায় রেখেই ২৬ জন নওমুসলিম সহ ১০০ টি পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে জানান এবং স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ছায়ানিরকে সার্বিক সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান।

কামরুজ্জামান
লংগদু, রাংগামাটি প্রতিনিধি

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *