লংগদুতে পালিত হচ্ছে বিজু উৎসব

লংগদুতে চাকমা সম্প্রদায়ের লোকজন বিভিন্ন আয়োজনের মাধ্যমে পালন করছে বিজু উৎসব, পুরোনো বছরকে বিদায় জানাতে আর নতুন বছরকে বরণ করে নিতে চাকমা সম্প্রদায়ের তিন দিনব্যাপী বিজু উৎসব আজ(১২)এপ্রিল শনিবার শুরু হয়েছে।পাশাপাশি শুরু হয়েছে তঞ্চঙ্গ্যাদের বিষু উৎসব। উৎসবের প্রথম দিনে নদী, ছড়া, ঝরনাসহ বিভিন্ন স্থানে ফুল ভাসিয়ে সুন্দর পৃথিবীর জন্য মঙ্গল কামনা করেছেন নারী, পুরুষ আর শিশুরা। নারীরা ঐতিহ্যবাহী পোশাক পিনন-হাদি ও পুরুষেরা ধুতি পরে উৎসবে যোগ দেন,পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠীর বাসিন্দারা আগামী কয়েক দিন নানা নামে বর্ষবরণ ও বর্ষবিদায়ের উৎসব উদ্‌যাপন করবেন।

সকাল সাড়ে ৬টার দিকে কাপ্তাই হ্রদের অংশ ফুল নিবেদন উৎসবের আয়োজন করে । লংগদু ঝরনা টিলা এলাকায়ও আয়োজন করা হয় পৃথক উৎসবের। এ সময় কাপ্তাই হ্রদে কয়েকশ মানুষ ফুল নিবেদন করেন।

সরকার এবার উৎসবের জন্য তিন দিনের ছুটি ঘোষণা করেছে। এতে পার্বত্যবাসীর উৎসবমুখরতা বেড়েছে। তিন পার্বত্য জেলায় বসবাসরত ১১টি পাহাড়ি জাতিগোষ্ঠীর।

কামরুজ্জামান, লংগদু প্রতিনিধি

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *