ঢাকার মহাখালীতে আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে সড়ক ও রেলপথ অবরোধ করেছে ব্যাটারিচালিত রিকশাচালকেরা। অবরোধের একপর্যায়ে দুপুরের দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ব্যাটারিচালিত রিকশাচালকদের ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও আশপাশের কয়েকটি জায়গায় ভাঙচুর করা হয়।
রেলপথ অবরোধ করে রিকশাচালকদের বিক্ষোভের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধাওয়া দেয়। এ সময় চালকেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইট পাটকেল ছোড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ভাঙচুর করা হয়। আশপাশের কয়েকটি জায়গায় ভাঙচুর করা হয়।

মহাখালী রেলপথ অবরোধ করে বিক্ষোভ করার একপর্যায়ে ধাওয়া দেওয়া হয় ব্যাটারি রিকশাচালকদের। আজ বৃহস্পতিবার দুপুরেছবি: সাজিদ হোসেন
মহাখালীতে রেলপথ অবরোধের কারণে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন সকালে বলেন, ব্যাটারিচালিত রিকশাচালকেরা রেললাইনের ওপর আড়াআড়ি করে রিকশা রেখে অবরোধ করেছেন । সড়কেও তাঁরা অবরোধ করেছেন। এতে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

মহাখালী রেলপথে রিকশাচালক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। আজ বৃহস্পতিবার দুপুরেছবি: সাজিদ হোসেন
এদিকে আগারগাঁওয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অবরোধ করেন ব্যাটারি রিকশাচালকেরা।শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজম সকালে বলেন, এতে সেখানকার আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে রিকশাচালকেরা সেখান থেকে সরে যান। বসিলাতেও একই দাবিতে রিকশাচালকেরা সড়ক অবরোধ করেছেন। এ ছাড়া মিরপুর, গাবতলীসহ ঢাকার বিভিন্ন জায়গায় সড়কে রিকশাচালকদের অবস্থানের কথা জানা গেছে।

অবরোধ চলাকালে সিটি ব্যাংকের এটিএম বুথে ভাঙচুর চালানো হয়। আজ বৃহস্পতিবার দুপুরেছবি: সাজিদ হোসেন
গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই দিন রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আফসানা করিম নামের এক ছাত্রী নিহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।