ভারতে অনুপ্রবেশকারী দুই যুবককে ফেরত পাঠিয়েছে বিএসএফ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ভারত সীমান্তঘেঁষা জাফলং এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন দুই যুবক। তাঁদের আটক করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

আটক দুই যুবক হলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ তাফালবাড়ি গ্রামের মো. রিয়াদ মাহমুদ (২৯) এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা এলাকার মো. রাসেল আকন (২৬)।

বিজিবি সূত্র জানায়, গতকাল রোববার সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্ত দিয়ে তাঁদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। এরপর দুপুরে বিজিবি তাঁদের গোয়াইনঘাট থানার পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেন ওই দুই যুবক। এরপর রাতেই বিএসএফ তাঁদের আটক করে। রোববার সকালে বিষয়টি বিজিবিকে জানানো হলে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ফেরত পাঠানো হয়।

সিলেটের গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় মামলা করা হয়েছে। ওই মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *