দেশের একমাত্র ডেভিলহীন উপজেলা আলীকদম

বান্দরবান জেলার সুদূরে আলীকদম উপজেলার অবস্থান। যদিও এটা বান্দরবানের অন্তর্গত কিন্তু যাতায়াত হয় কক্সবাজার রোড দিয়ে,চকরিয়া হয়ে। অপরুপ সৌন্দর্যের লীলাভূমি এই আলীকদম ১৫ থেকে ২০ টা পর্যটনস্পটের জন্য বিখ্যাত। এই উপজেলা আলাদাভাবে ট্যুরিষ্টদের মন কেড়েছে,যার ফলে প্রায় প্রতিদিনই ট্যুরিষ্ট আসা-যাওয়া করে এই এলাকায়।

কিন্তু ভয়ংকর কথা হচ্ছে,সারা দেশে সন্ত্রাস চাঁদাবাজ বিরোধী অভিযান ডেভিল হান্ট চললেও এই উপজেলায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এখনও এখানে বিভিন্ন মহলের উস্কানিতো আছেই। তবুও থানা পুলিশের এই নিয়ে কোন দ্বায়ভার লক্ষণীয় হচ্ছে না।
পুলিশ প্রশাসনের এই চুপ থাকার কারন এখন স্থানীয় মানুষের মনে প্রশ্ন জাগায় যে,আদৌ কি এখানে কোনো ডেভিল নেই?
নাকি পুলিশ স্বৈরাচার আমলের মতোই বিক্রিত হয়ে গিয়েছে?

মুহাম্মদ আলী হায়দার

আলীকদম প্রতিনিধি

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *