জামালপুর এ নকল প্রসাধনীর ছড়াছড়ি

জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলী মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে নকল কমমেটিকস্ এর গোডাউনে অভিযান পরিচালনা করা হয়েছে সোমবার দুপুরে। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম।

এসময় তিনি বলেন ডিবি পুলিশের গোপন সংবাদে ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিপুল সংখ্যক নকল কসমেটিকস্ জব্দ করা হয় এবং গোডাউন সীলগালা করা হয়েছে। তবে মালিক পলাতক থাকায় ৭ দিনের মধ্যে ভোক্তা অধিকার কার্যালয়ে কাগজপত্র নিয়ে উপস্থিত থাকার জন্য তার প্রতিষ্ঠানে নোটিশ টাঙ্গিয়ে দেওয়া হয়েছে।

জানা যায় নারিকেলী মোড়ে একটি মার্কেটের দু’তলায় ঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবৎ নকল কসমেটিকস্ এর ব্যবসা করে আসছেন জুলহাস নামে এক অসাধু ব্যবসায়ী। বিষয়টি জানতে পেরে ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম ডিবি পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৫ ধারায় বিপুল পরিমানে নকল কসমেটিকস্ জব্দ করেন এবং গোডাউন সীলগালা করে দেন।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *