চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তানকে নিয়েই ডুবল বাংলাদেশ

‘আমরা তো ডুবেছিই, এখন তোমাদের নিয়ে ডুবব’—কথাটা কি কোথাও শুনেছেন শুনেছেন মনে হচ্ছে? অনেক জায়গায়ই শুনতে পারেন, তবে ক্রিকেটে কথাটা বিখ্যাত গুলবদিন নাইবের জন্য। ২০১৯ বিশ্বকাপের সময় তিনি ছিলেন আফগানিস্তান অধিনায়ক। বাংলাদেশ ম্যাচের আগেই তাঁদের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল, এরপর মাশরাফি বিন মুর্তজার দলকে নিয়েই ডুবতে চেয়েছিলেন গুলবদিন।

তাঁর ওই পুরোনো কথাটা চাইলে আজকে আবার নতুন করে বলতে পারেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনও। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের হারে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেছে।

বাংলাদেশের হারে নিশ্চিত হয়েছে পাকিস্তানের বিদায়ও। প্রথম দুই ম্যাচ হেরে খাদের কিনারায় পৌঁছে যাওয়া এবারের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তানের শেষ আশা ছিল বাংলাদেশ। আজ নাজমুলরা নিউজিল্যান্ডের বিপক্ষে জিতলে বেঁচে থাকত পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার আশা।

নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ হেরে যাওয়ায় আগামী বৃহস্পতিবার গ্রুপ পর্বে বাংলাদেশ-পাকিস্তানের শেষ ম্যাচটি তাই হয়ে গেছে শুধু আনুষ্ঠানিকতা রক্ষার। কারণ, এই দুই দল চাইলেও আর একটির বেশি ম্যাচ জিততে পারবে না—গ্রুপ ‘এ’–তে তাদের সঙ্গী থাকা দুই দল ভারত ও নিউজিল্যান্ড এরই মধ্যে দুই ম্যাচ করে জিতে উঠে গেছে সেমিফাইনালে।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *