“চিরসবুজ মাতৃভূমি” এর সচেতনতা মূলক কুইজের পুরষ্কার বিতরণী ২য় পর্ব

আজ ২৫ নভেম্বর ২০২৪ বরাবরের মতো ❝চিরসবুজ মাতৃভূমি❞ কর্তৃক বিভিন্ন স্কুল-কলেজে আয়োজিত কুইজ প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের পুরস্কার বিতরণী কার্যক্রম সম্পন্ন হয়।
এই পর্বে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্কুল ছুটির পরে উক্ত বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক সদস্যদের সহযোগিতায় পরিবেশ সচেতনামূলক বক্তব্যের মাধ্যমে পুরস্কার বিতরনী কার্যক্রম শুরু হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরষ্কার হিসেবে প্রথম স্থান, দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অধিকারিকে প্রাইজবন্ড দেয়ার পাশাপাশি ৩০ জন শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

❝চিরসবুজ মাতৃভূমি❞ হলো বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের মাধ্যমে গড়ে তোলা একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। আয়োজিত প্রতিযোগিতায় পলিথিনের ব্যবহার কমানো ও বেশি বেশি গাছ লাগানোর প্রয়োজনীয়তাকে প্রাধান্য দিয়ে কুইজের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়।

এছাড়াও সংগঠনটি জন-সচেতনতামূলক বিভিন্ন সামাজিক ক্যাম্পেইন পরিচালনা করে আসছে।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *