গাজায় গণহত্যার প্রতিবাদে লংগদুতে বিক্ষোভ মিছিল

গাজা উপত্যকার আকাশে- বাতাসে এখন হাহাকার ও আর্তনাদ। ইসরায়েলি বাহিনীর ছোঁড়া বোমায় উড়ছে ছিন্নভিন্ন মরদেহ। এমন চিত্রে প্রতিবাদে মুখর ইসলামী রাষ্ট্র ।

এরই ধারাবাহিকতায় গাজায় চালানো বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে লংগদু উপজেলা ইমাম সমিতি ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ লংগদু উপজেলা শাখা-জনতারা বিক্ষোভ করেন বাইট্টাপাড়া বাজারে।

সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে বাইট্টাপাড়া শহীদ আবু সাঈদ চত্বরে এ বিক্ষোভ শুরু হয়, এরপরে মিছিল নিয়ে বাজার গুরে।চত্বরে এসে সবাই জরিত হয় বিভিন্ন বক্তারা বক্তব্য রাখেন, এর সঙ্গে যোগ দেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এসময় বক্তারা বলেন, গাজায় দীর্ঘ ১৮ মাস ধরে হামলা ও হত্যাকাণ্ড অব্যাহত রেখেছে বর্বর ইসরায়েলি বাহিনী। অসংখ্য মুসলিম হত্যা করেছে। শিশু, চিকিৎসাকর্মী ও সাংবাদিক- কোনো কিছুই বাদ দিচ্ছে না। গাজাকে একটি ধ্বংস নগরীতে রূপান্তরিত করা হয়েছে, এরকম বর্বরতা বিশ্ব এর আগে দেখিনি। আমরা বিশ্ব মুসলিমের অংশ হিসেবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।ইসরাইলি পণ্য বয়কট করার আহ্বান জানাই, প্রয়োজনে ইসরাইলি পণ্যের তালিকা করে দোকানে ও বিভিন্ন স্থানেলাগিয়ে রাখার কথা বলেন।

কামরুজ্জামান
লংগদু প্রতিনিধি

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *