কিশোরগঞ্জ জেলা কারাগারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিস্ফোরক মামলার দন্ড প্রাপ্ত এক হাজতির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) আনুমানিক রাত ২.২০ মিনিটে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই হাজতির মৃত্যু হয়।
মৃত হাজতির নাম সুজিত চন্দ্র দে (৪০)। কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের বাসিন্দা মৃত বদির চন্দ্র দে’র ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, সুজিত চন্দ্র দে ২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিস্ফোরক হামলার ঘটনায় মিঠামইন থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলার আসামি ছিলেন। গত ৯ই সেপ্টেম্বর মামলা দায়ের করা হয়। পরে ১৮ই ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তারের পর থেকে তিনি কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন। তার হাজতি নং-১২২৯/২৫।
কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার রীতেশ চাকমা গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়াও কারা কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন সুজিত চন্দ্র দে। পরে রাত ১টা ৪০মিনিটে কারাগার থেকে এম্বুলেন্সে করে তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক রাত ২:২০ মিনিটে সুজিত দে মারা যান। পরে বুধবার (২ এপ্রিল) সকালে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মৃতের বড় বোন তাপসী রানী দে জানান, তার ভাই একজন দিনমজুর ছিল। তাদের মা (৭০) একজন প্যারালাইজড রোগী, যার দেখাশুনা তিনি করছেন। তার ১৯ বয়সী একজন মানসিক ভারসাম্যহীন সন্তান রয়েছে। তিন ভাইবোনদের মধ্যে মৃত সুজিত চন্দ্র দে ছিল দ্বিতীয়। মৃত সুজিতের অন্য দুই বোন গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করেন।
আবু সালেহ মোঃ হামিদুল্লাহ
কটিয়াদী (কিশোরগঞ্জ) নিজস্ব প্রতিনিধি
কিশোরগঞ্জ কারাগারে বিস্ফোরক মামলার দণ্ডপ্রাপ্ত হাজতির মৃত্যু
https://headlinebangladesh.net/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ab/
কিশোরগঞ্জ কারাগারে বিস্ফোরক মামলার দণ্ডপ্রাপ্ত হাজতির মৃত্যু