কিশোরগঞ্জে আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি সহ ৫ পদে আওয়ামীপন্থীদের জয়

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের মো. সহিদুল আলম শহীদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের আমিনুল ইসলাম রতন।
বুধবার (৫ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের পর গণনা শেষে রাত ১২টার দিকে ফলাফল প্রকাশ করা হয়।
সভাপতি পদে মো. শহিদুল আলম (৪২১) ভোট পেয়ে বিজয়ী হন, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলাল উদ্দিন পেয়েছেন (৮০) ভোট। সাধারণ সম্পাদক পদে মো. আমিনুল ইসলাম রতন (২৯১) ভোট পেয়ে বিজয়ী হন, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ শহীদুল ইসলাম হুমায়ুন পেয়েছেন (১৩৪) ভোট।

নির্বাচনে মোট ৬০৬ জন ভোটারের মধ্যে ৫৩৭ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ আইনজীবী এস এম মাহবুবুর রহমান। ২০২৫-২৬ মেয়াদের এই নির্বাচনে এবার ১৪টি পদের জন্য ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে আওয়ামী লীগের পাঁচজন বিজয়ী হয়েছেন, বিএনপি থেকে বিজয়ী হয়েছেন ৯ জন প্রার্থী।
আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদ থেকে বিজয়ী অন্য প্রার্থীরা হলেন সহসভাপতি আব্দুর রাশিদ ভূঞা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য পদে নির্বাচিত হন কফিল উদ্দিন, মো. সারোয়ার জাহান সানি ও মো. সোহাগ মিয়া।
বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল থেকে বিজয়ী প্রার্থীরা হলেন, সহসভাপতি মো. মানিক, সহসাধারণ সম্পাদক পদে নাদিরা সুলতানা সোমা, শাহিনুর কলি, লাইব্রেরি সম্পাদক মো. আব্দুল্লাহ আল বোখারী, সাংস্কৃতিক সম্পাদক এ এম ছাজ্জাদুল হক, অডিটর আবু বাক্কার সিদ্দিক, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য পদে নির্বাচিত হন মো. আবু তাহের হারুন ও মোহাম্মদ আহসানুজ্জামান নাসির।


আবু সালেহ মোঃ হামিদুল্লাহ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *